Header Ads

Header ADS

আপনার প্রয়োজনীয় তথ্য কীভাবে অনুসন্ধান করবেন ও কোথায় করবেন ?????



  ইন্টারনেটে  কোন কিছু খুজার জন্য  প্রয়োজন হবে  সার্চ ইন্জিনের কথা   ।  বর্তমানে বিশ্বে তথা ওয়েব দুনিয়ায় এক নম্বর সাইট ও সার্চ ইঞ্জিন হল গুগল আর একমাত্র গুগলই বর্তমানে স্বয়ংসম্পূর্ণ সার্চ ইঞ্জিন। আর বাংলাদেশে আমরা সাধারণ পাবলিক সার্চ ইঞ্জিন বলতে মূলত গুগলকেই চিনি। আর এইজন্যই কোন কিছু সার্চ করার জন্য আমাদের ভরসা একমাত্র গুগলইে। এছাড়া আরও কিছু সার্চ ইন্জিন আছে তাদের মধ্যে উল্লেখ যোগ্য কিছু ইন্জিন হল ,
Google ,Bing,Yahoo, Baidu, Yandex.ru, DuckDuckGo, Ask.com, AOL.com.


সার্চ    ইন্জিনের র‌্যাংকিং ঃ
    
ওদের   ইন্জিনের র‌্যাংকিং দেখে বুঝা যায়  কোনটি সবচাইতে বেশি ব্যবহৃত হয় । 
কীভাবে সহজেই গুগলে সার্চ করে আপনার  ফাইলটি খুঁজে পাবেন 

ফাইল শেয়ারিং সাইট থেকে ফাইল সার্চ


Mediafire, Zippyshare, Userscloud এর মত ফাইল শেয়ারিং সাইটে কোন সার্চ করার ব্যবস্থা নাই। এই রকম ফাইল শেয়ারিং সাইট থেকে কোন ফাইল খুঁজে বের করা একটু কষ্টসাধ্য ব্যাপার। তাই সাইট থেকে ফাইল খুঁজে পেতে প্রথমে লিখুন Site:আপনি যে সাইট থেকে ফাইল খুজতে চান তার ইউআরএল তারপর স্পেস দিয়ে ফাইল এক্সটেনশন (যেমনঃ mp3/mp4/3gp/wav/amr/pdf/zip/rar/mpeg/doc/jpg/jpeg/png/gif/docs/xml/html ইত্যাদি) লিখুন। একাধিক টাইপের ফাইল সার্চ করতে চাইলে একাধিক টাইপের এক্সটেনশন লিখুন। তবে দুটি এক্সটেনশনের মাঝে একটি | এই চিহ্ন দিতে হবে। তারপর একটি স্পেস দিয়ে " " এর মধ্যে আপনি যে ফাইলটি খুঁজছেন তার ফাইলের নাম লিখুন। উদাহরণস্বরূপঃ আপনি terminator ছবিটি Zippyshare এ খুঁজতে চান। এজন্য গুগল সার্চ বক্সে এভাবে আপনার লেখাটি টাইপ করুন Site:Zippyshare.com mp4 "tarminator"  তারপর সার্চ বাটনে ক্লিক করুন। আপনি একাধিক এক্সটেনশনে খুঁজতে চাইলে এভাবে লিখুন Site:Zy.com mp4|3gp|mpeg "tarminator" তারপর সার্চ বাটনে ক্লিক করুন। এভাবে অডিও ফাইল খুঁজে পেতে যে এক্সটেনশন গুলো ব্যবহার করবেন সেগুলো হলঃ
Mp3 Wav Amr Wma Aacভিডিও ফাইল খুঁজে পেতে যে এক্সটেনশন গুলো ব্যবহার করবেন সেগুলো হলঃ Mp4 3gp Mpeg Flv Avi Wmv Vob Avi .

গুগলে সার্চ দিয়ে বিভিন্ন সাইটের ইনডেক্স থেকে গান খুঁজে তা ডাউনলোড করা যায়। এজন্য সার্চের শুরুতে সার্চ বক্সে লিখুন intitle:"index.of" এরপর প্রথম বন্ধনীর মধ্যে গানের ফাইলটি কি টাইপের হবে তা লিখুন। তারপর স্পেস দিয়ে গানের নাম লিখে সার্চ দিন। 
উদাহরণস্বরূপঃ আপনি কোকা কোলা তু ,,,,,,, টাইটেল গান  এজন্য গুগল সার্চ বক্সে এভাবে আপনার লেখাটি টাইপ করুন intitle:"index.of"(mp3|mp4) "Coca Cola tu"  সার্চ করুন। 

ইবুক সার্চঃ
উদাহরণস্বরূপঃ আপনি হিমু এবং অন্যান্য ইবুকটি খুঁজতে চান। এজন্য গুগল সার্চ বক্সে এভাবে আপনার লেখাটি টাইপ করুন Himu Ebong Onnanno filetype:pdf  তারপর সার্চ বাটনে ক্লিক করুন।

সিবিয়াল কি সার্চঃ
আমরা নেট থেকে যেসকল সফটওয়্যার ফ্রীতে ডাউনলোড করে থাকি তা সাধারণত ট্রায়াল ভার্সন বা ফ্রী ভার্সন হয়ে থাকে। যার কারণে ঐ সকল সফটওয়্যার কিছু দিন ব্যবহার করার পর তা আর কাজ করেনা
উদাহরণস্বরূপঃ আপনি Avast এর সিরিয়াল কী খুঁজতে চান। এজন্য গুগল সার্চ বক্সে এভাবে আপনার লেখাটি টাইপ করুন 94fbr kesparesky তারপর সার্চ বাটনে ক্লিক করুন।

কিজেন সার্চঃ
 কাঙ্ক্ষিত সফটওয়্যারের সিরিয়াল কী খুঁজে পাওয়া যায়না। তখন সফটওয়্যারের  কিজেনের প্রয়োজন হয়। সহজেই  কিজেন খুঁজে পেতে প্রথমে সার্চ বক্সে যে সফটওয়্যারের  কিজেন প্রয়োজন তার নাম লিখুন এরপর স্পেস দিয়ে FBR94 লিখে সার্চ দিন। উদাহরণস্বরূপঃ আপনি Avast এর কিজেন খুঁজতে চান। এজন্য গুগল সার্চ বক্সে এভাবে আপনার লেখাটি টাইপ করুন  kesparesky FBR94  তারপর সার্চ বাটনে ক্লিক করুন।

এডভান্সড সার্চঃ
যে কোন ব্রাউজার থেকে গুগল সার্চ বক্সে গিয়ে কাঙ্খিত অংশ লিখে সার্চ দিন। তার পর গুগল সেটিংস   এ যান । সেখানে এডভান্সড সেটিং অপশন আছে । সেখানে গিয়ে আপনার কাঙ্খিত অংশের বিভিন্নভাবে সার্চের অপশন পাবেন। যা নিচের কিছু চিত্রের মাধ্যমে বোঝে নিতে পারবেন।

সার্চ নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ করতে পারেন। ধন্যবাদ। 






No comments

thnx for your opinion.

Powered by Blogger.